
তৃতীয় দফায় পিছিয়ে গেলো পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় ২৩৯ জনের জামিনের আদেশ। এসময় আগামী ১০ এপ্রিল জামিন শুনানির আদেশ ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (১৭ মার্চ) বিকেলে জামিন শুনানির আদেশের জন্য এ দিন ধার্য করেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া।
এসময় বারবার জামিন আদেশ পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর চিফ পাবলিক প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন বলেন, ২৩৯ জনের মধ্যে ১৫০ জনের বেশি আসামির জামিনের আবেদন ডাবল পড়েছে। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের জামিন চাওয়ায় মামলার নথিপত্র যাচাই-বাছাই করতে বেগ পোহাতে হচ্ছে আদালতের।