
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দুলালপুর বাজার এলাকায় মাদক সেবন করে প্রকাশ্যে মাতলামি করার অপরাধে মো. কাউছার খান (৩২) নামের এক যুবককে কারাগারে পাঠালেন এসিল্যান্ড।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে জানা যায়, উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজার এলাকায় দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড সৈয়দ ফারহানা পৃথার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে কাউছার খান নামে এক যুবক মাদক সেবন করে প্রকাশ্যে মাতলামি করলে তাকে আটক করা হয়। ওই মাদকসেবিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই শ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।