
চলমান অপারেশন ডেভিল হান্টে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফারুক খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম হাওলাদার শ্রমিক লীগ নেতা ফারুক খানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামের মৃত আলী আকাব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পশ্চিম সুবিদখালী গ্রামের বেগমপুর এলাকার হাওলাদার বাড়ির সামনে সুবিদখালী-চত্রা সড়কের ওপর থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়। তাকে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মজিদবাড়িয়া ইউনিয়নের সংগঠিত চাঁদাবাজি, ভাঙচুর ও মারামারির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।