
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে বৈঠকে বসেছে কয়েকটি রাজনৈতিক দল। শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় জধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির হয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির সাধারণ সম্পাদক আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অংশ নিয়েছেন।