
জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার বিলম্বের কারণেই দেশে সংকট বাড়ছে। এমন মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন- আওয়ামী লীগের অপরাধী নেতা-কর্মীদের গ্রেফতার করছেন না সরকার।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
এ সময় নতুন দলকে স্বাগত জানিয়ে ফারুক বলেন, নতুন দল গঠন করে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা জনগণ মেনে নেবে না। নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে কখন স্থানীয় নির্বাচন হবে। কি কি সংস্কার করা দরকার সেটা জাতীয় সংসদ সদস্যরাই ঠিক করবে।
ফ্যাসিবাদদের বিরুদ্ধে ঐক্য গড়তে সব রাজনৈতিক গণতন্ত্র শক্তির প্রতি আহ্বান জানিয়ে ফারুক বলেন, বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে বাংলাদেশে আর কোনোদিনও ফ্যাসিস্টের জন্ম হবে না। কোনোদিনও সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করা হবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে।