
দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জব্দ হওয়া ১২৪ ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকার সন্ধান মিলেছে। এছাড়া ইউরোপ-আমেরিকাসহ পাঁচ দেশে বিপুল সম্পদ পাওয়া গেছে। আর অর্থ পাচারের জন্য প্রাথমিকভাবে চিহ্নিত হওয়া ১১টি ঘটনার মধ্যে অধিকাংশই হাসিনা ও তার পরিবারের। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্রান্ত বৈঠকে সোমবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে এসব তথ্য জানানো হয়।
পরে এসব তথ্য প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৈঠকের বিষয় ছিল ‘পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ।’ বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যে কোনো মূল্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে চায় অন্তর্বর্তী সরকার। এছাড়া অর্থ ফেরাতে প্রায় ২০০ আইনি সংস্থার সঙ্গে কথা বলা হয়েছে। প্রক্রিয়াটি সহজ করতে ৩০টি সংস্থার সঙ্গে চুক্তি করা হবে। প্রতিষ্ঠা করা হচ্ছে অ্যাসেট রিকভারি এজেন্সি (সম্পদ উদ্ধার সংস্থা)। এসব প্রক্রিয়া সহজ করতে আগামী এক সপ্তাহের মধ্যে একটি বিশেষ আইন প্রণয়ন করা হবে।