
বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যে কোনো সময়ের চেয়ে এই মুহূর্তে অনলাইন অ্যাকটিভিস্টদের সমর্থন বিএনপির বেশি প্রয়োজন।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ধীরে ধীরে জাতীয়তাবাদী শক্তি ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র গড়ে উঠছে। সে চক্রান্ত ব্যর্থ করে নতুন যুদ্ধে জয়ী হতে হবে।
তিনি আরও বলেন, দেশ স্বাধীনের পর থেকে যত সংস্কারমূলক কর্মকাণ্ড তার বেশিরভাগই বিএনপির হাত ধরে। বিএনপির উদ্দেশ্য ভালো বলেই, দুই বছর আগেই সংস্কারের রূপরেখা দিয়েছিল।