জুলাইয়ের অর্জন নষ্ট হলে ফ্যাসিবাদের উত্থান ঘটবে: এবি পার্টি

জুলাইয়ের অর্জন নষ্ট হয়ে গেলে ফ্যাসিবাদের উত্থান ঘটবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলশানে এবি পার্টি আয়োজিত বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে ইতিহাস রাজনীতিবিদদের ক্ষমা করবে না। বিগত আওয়ামী লীগের সময়ে ভীতির মধ্যে ইফতার আয়োজন করতে হতো। শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিলো।

এসময় তিনি চব্বিশের গণঅভ্যুত্থানে এবি পার্টির ভূমিকা ছিলো উল্লেখ করে জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *