
স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:
পটুয়াখালীর দুমকি উপজেলায় এক কলেজছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১৯ মার্চ) রাতে ধর্ষণ মামলায় সাকিব মুন্সি (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগীর পরিবার জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর নিজ বাড়ি থেকে নানা বাড়ী যাওয়ার পথে একই গ্রামের সাকিব মুন্সী (১৯), সিফাত মুন্সী (২০) ও ইমরান মুন্সী (১৯) ওই কলেজছাত্রীকে জোড়পূর্বক তুলে নিয়ে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে বললে ভিডিও ক্লীপ ও ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখায় তারা।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী দুমকী থানায় একটি মামলা দায়ের করে। ভুক্তভোগীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার রিপোর্ট আসলে পরবর্তী আইনি পদক্ষেপ দ্রুত নেয়া হবে।