
রাজধানীর উত্তরায় গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম।
সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টানা চারবারের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করেছে বলে তথ্য দিয়েছেন ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
এক বার্তায় তিনি বলেন, রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় কয়েকটি মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা ২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল ইসলামকে আসামি করা হয়েছে।
তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে সে বিষয়ে বার্তায় কিছু জানায়নি ডিএমপি।
ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রীসহ সংসদ সদস্য ও প্রভাবশালী নেতাদের গ্রেপ্তারের মধ্যে সবশেষ সাবেক মন্ত্রী কামরুল ইসলামের গ্রেপ্তারের খবর এল।
সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের অন্য অনেক প্রভাবশালী নেতাদের মত রাজনীতিবিদ এই আইনজীবীকে প্রকাশ্যে দেখা যায়নি।
ঢাকা মহানগর আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী এই নেতা ২০০৮ নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে সংসদে আসেন। এরপর থেকে ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ পর্যন্ত টানা চারবার জয়ী হন।