
বাংলাদেশ ছাত্রলীগ থেকে পদত্যাগ
আসসালামু আলাইকুম,আপনারা সবাই কম বেশি মোটামুটি আমাকে চিনেন জানেন আমি কেমন মানুষ । সবাই ভালো বললেও দলীয় হিসাবে আমাকে বাঁজে চোখে দেখেন । মন থেকে ভালোবাসাটাই আসল উপরে ভালোবাসা দেখানোর টা নকল । আমাকে অনেকেই ফোন বা এসএমএস করে ভাই আপনি আপনার সব কিছুই অনেক ভালো । কিন্তু ওই দলটা আপনার সাথে যায় না। আমি কখনও কারো সাথেই ক্ষমতা দেখিয়ে চলি নাই । কারো ক্ষতিও করি নাই। আশা করি সবাই জানেন । হয়তো কথার মধ্যে ভুল ত্রুটি হয়েছে । আর মানুষ মাত্রই ভুল করে। কারো সাথে যদি কখনও ভুল করে খারাপ ব্যবহার করে থাকি দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মূল উদ্দেশ্য হচ্ছে দলীয় কারণে এলাকার এবং বাইরের সকলের চোখে ঘৃণার পাত্র হয়ে থাকার চেয়ে না থাকাই ভালো । আমি মো : হাফিজুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ মোহনগঞ্জ ইউনিয়ন শাখায় । থেকে পদত্যাগ করলাম । বাকি টা জীবন নির্দলীয় হয়েই কাটাতে চাই আল্লাহর পথে । সবাই দোয়া করবেন। মানুষ মাত্রই ভুল করে আর ক্ষমায় মহৎ কাজ ।