
মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া মারা গেছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যাকেন্দ্রে লাইফ সাপোর্টে থাকাবস্থায় তার মৃত্যু হয় । গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে।
এদিকে আছিয়ার মৃত্যুতে সরব সব শ্রেণিপেশার মানুষ। সেই সঙ্গে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিনোদন জগতের তারকারা। চাইছেন ধর্ষকের দ্রুত বিচার। সেই কাতারে আছেন ঢালিউড অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।