
আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও ফ্যাসিবাদের কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেটি নিশ্চিতের দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে, ইসির সাথে গণ অধিকার পরিষদের ৮ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি।
তিনি জানান, আগামী নির্বাচনে প্রশাসনের যারা থাকবেন তারা যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে তা নিশ্চিত করতে হবে। সেই সাথে প্রবাসীদের ভোটের সুবিধা নিশ্চিত করার বিষয়েও নির্বাচন কমিশনারের প্রতি অনুরোধ জানান নেতারা।
নুর আরও বলেন, গণ অধিকার পরিষদ কারো সাথে জোট করতে চায় না সেটা পরিস্কার। যারা নতুন দল নিয়ে আসছে তাদের শুভকামনাও জানিয়েছেন তিনি।
প্রশাসনের সক্ষমতা প্রমাণে কিছু স্থানীয় নির্বাচন না করে জাতীয় নির্বাচন করা যুক্তিযুক্ত হবে না বলেও মন্তব্য করেন গণ অধিকার পরিষদের নেতারা।