
কক্সবাজারের পেকুয়ায় সমুদ্র উপকূলীয় মাতামুহুরী নদীর বালুচর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা ও নৌ-পুলিশ। এর আগে নদীর মরদেহটি পড়ে থাকতে দেখে পেকুয়া থানা পুলিশে খবর দেন স্থানীয়রা।
আজ মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা সৈকত পাডা পয়েন্টের মাতামুহুরী নদীর বালুচরে মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, হত্যার পর ওই ব্যক্তির মরদেহ সমুদ্র উপকূলে ফেলে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। এর পর জোয়ারের পানির সঙ্গে মাতামুহুরী নদীর উজানের দিকে চলে আসে মরদেহটি। তবে ভাটির সময় মরদেহটি নদীর বালুচরে আটকা পড়ে।
পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা বলেন, ‘নদীর বালুচরে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান।