
সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দরনগরী তারতুসের কাছে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
এই হামলার বিষয়ে সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের বাহিনী তারতুস বন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তরে ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জন্মস্থান কারদাহা এলাকায় একটি সামরিক স্থানে হামলা চালিয়েছে। তাদের দাবি, সেখানে পূর্ববর্তী সিরিয়ার সরকারের অস্ত্র মজুদ করা হয়েছিল।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ইসরায়েলি বিমান পশ্চিম সিরিয়ার বন্দরনগরী তারতুস লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সংস্থাটি জানিয়েছে, হামলার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সানা বলেছে, বেসামরিক প্রতিরক্ষা দল এবং বিশেষায়িত ইউনিট হামলার সঠিক অবস্থান যাচাই করতে কাজ করছে। আগের দিন ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান ভূমধ্যসাগরীয় এই বন্দরনগরীতে ইসরায়েলি হামলার প্রাথমিক প্রতিবেদন সম্পর্কে জানিয়েছিল।