
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং ট্রাম্প প্রশাসনের ‘উস্কানিমূলক কর্মকাণ্ড’ বৃদ্ধির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এ কর্মকাণ্ড পারমাণবিক রাষ্ট্রের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পদক্ষেপকে ন্যায্যতা দিয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস ভিনসন রবিবার দক্ষিণ কোরিয়ার বন্দরে ভিড়েছে।
শক্তি প্রদর্শনের অংশ হিসেবে রণতরিটি দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বুসানে নোঙর করে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী রবিবার তা নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার প্রতি মার্কিন সমর্থন জানাতেই এই পদক্ষেপ। এ ঘটনার নিন্দা জানিয়েছেন কিম ইয়ো।
তিনি বলেছেন, ‘এ পদক্ষেপ উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘সংঘাত নীতির’ অংশ।’ কিম ইয়ো জং বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ সংঘাতের রাস্তায় যেতে চায়। দক্ষিণ কোরিয়া আত্মঘাতী পথে চলছে।’ তিনি আরো বলেছেন, উত্তর কোরিয়া এখন সব বিকল্প খতিয়ে দেখবে।