
মৌলভীবাজারের বড়লেখায় চকলেট কিনতে গিয়ে পাশবিকতার শিকার হয়েছে একটি পৌনে ৪ বছরের মেয়ে শিশু। সোমবার (৩ মার্চ) সকালে এই ঘটনা ঘটে।
মামলা সুত্রে জানা যায়, শিশুটি চকলেট কিনতে তার মায়ের দেওয়া ৩০ টাকা নিয়ে দোকানে যায়। কিছু সময় পর তার মা গিয়ে দেখেন, দোকান মালিক রেদওয়ান ইসলাম আরিফ (১৭) শিশুটির সঙ্গে অশালীন আচরণ করছে।
শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হয়।
দোকান মালিকের বিরুদ্ধে শিশুটির মা থানায় মামলা করেছেন। বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার জানান, অভিযুক্ত রেদওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।