
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের সৌদি লিগে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। সেই গুঞ্জনটি আগেই উড়িয়ে দিয়েছিলেন ভিনি। এবার পরিষ্কার করেই বললেন, স্বপ্নের ক্লাব রিয়ালেই থাকতে চান তিনি। এখন দিন গুনছেন নতুন চুক্তির।
রিয়ালে ভিনির চুক্তি ২০২৭ পর্যন্ত। তার রিলিজ ক্লজ ১ বিলিয়ন ইউরো। গত বছরও ইএসপিএনসহ বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, এই উইঙ্গারকে পেতে প্রবল আগ্রহী সৌদি আরব। যদিও তখনও রাজি হননি ভিনিসিয়ুস।