
মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে ধর্ষণের শিকার হওয়া আট বছরের শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তার পরিবার। বৃহস্পতিবার (৬ মার্চ) তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) নেওয়া হয়েছে। এ ঘটনায় শিশুটির দুলাভাই ও তার বাবাকে পুলিশ আটক করেছে।
এদিকে শুক্রবার (৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে।
শিশুর ফুফাতো ভাই শুক্রবার (৭ মার্চ) গণমাধ্যমকে বলেন, গতকাল সন্ধ্যায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এখনো সে অচেতন অবস্থায় আছে। তাকে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্থা আরও খারাপ হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হবে।