
আইনজীবীদের নেতৃত্বে ‘জনতার বাংলাদেশ পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আনুষ্ঠানিকভাবে দলটি আত্মপ্রকাশ করে।
দলটির আত্মপ্রকাশের ঘোষণা করেন মুফতি মুসলিম উদ্দিন। তিনি বলেন, ‘২৪ জুলাই বিপ্লবের তারুণ্যেকে ধারণ করে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে
৭১-এর চেতনাকে অনুসরণ করে, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে এক ঝাঁক তরুণ আইনজীবী ও ছাত্র-জনতা এবং অন্য পেশাজীবীসহ সব ব্যক্তিবর্গের উদ্যোগে একটি নতুন রাজনৈতিক দল ‘জনতার বাংলাদেশ পার্টি’ নামে আত্মপ্রকাশ হতে যাচ্ছে।