
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, জুলাইয়ের আগে প্রতিমাসে ১০টি খুন হলেও, গত তিন মাসে শুধু তিনটি খুনের ঘটনা ঘটেছে।
সোমবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র সচিব জানান, রাজধানী ঢাকার নিরাপত্তা ও ছিচকে ঘটনা প্রতিরোধে এখন জোর দিচ্ছে পুলিশ। যেসব এলাকায় ভালো অবস্থা সেখানে টহল কমিয়ে যেখানে সংকট আছে সেখানে টহল বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট নাম থাকবে না, সে রকম কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ছুটির দিনেও বসে নেই। ১২-১৪ ঘণ্টা কাজ করছে বাহিনীর সদস্যরা। রোজা এবং ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।