
রাজধানীর মগবাজার এলাকায় এক ব্যক্তিকে প্রকাশ্যে গণপিটুনির অভিযোগ পেয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে টিঅ্যান্ডটি কলোনি এলাকায় ওই ব্যক্তি গণপিটুনির শিকার হন। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের এক কর্মকর্তা জানান, গণপিটুনিতে আহত ব্যক্তির নাম মাহফুজুর রহমান (বিপু)।
তিনি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন তারা। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
টিঅ্যান্ডটি কলোনি এলাকায় বুধবার রাত ৮টার দিকে একদল লোক অস্ত্রের মহড়া দিচ্ছিল। ওই সময় এ ঘটনা ঘটে জানিয়ে পুলিশের ওই সূত্র জানায়, সেখানে মাহফুজুর রহমানও ছিলেন।