
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফিরোজ রানা উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সাদা পোষাকে মাদক উদ্ধার করতে গিয়ে ডাকাত সন্দেহে জনতার হাতে আটক হয়েছেন।
পরে অতিরিক্ত পুলিশের সাহায্যে তাকে উদ্ধার করে পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিযনের ৮ নং ওয়ার্ডের হোসেনডাঙ্গা রেলগেইট এলাকায় ৩ জন সোর্স সাথে নিয়ে মাদক উদ্ধার করতে যান সদর পুলিশ ফাঁড়ির এএসআই ফিরোজ রানা।