
ফরিদপুরের ভাঙ্গায় জব্বার শেখ (৬৫) নামে এক কৃষকের বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে জব্বার শেখের পাঁচটি ছাগল, ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ সময় জব্বার শেখের ভাই সামাদ শেখের একটি ঘর ও আক্তার শেখের ঘরের আংশিক অংশ পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা গ্রামের পূর্বপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।