
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যাখ্যাত লাকী আক্তারের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা রাজধানীতে পুলিশের ওপর হামলার প্রতিবাদ ও ফ্যাসিবাদের সব দোসরের গ্রেপ্তারের দাবি জানান
মঙ্গলবার (১১ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে হল থেকে বেরিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন কয়েকশ শিক্ষার্থী। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তারা শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।শিক্ষার্থীরা এসময় ‘ল তে লাকী, তুই হাসিনা তুই হাসিনা’, ‘আমার ভাই কবরে, লাকী কেন বাহিরে’, ‘আমার সোনার বাংলায় শাহবাগের ঠাঁই নাই’, ‘শাহবাগ না জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘সারা বাংলায় খবর দে, শাহবাগের কবর দে’, ‘শাহবাগী হামলা করে, ইন্টেরিম কী করে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন।