
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হজরত’ বলার ব্যাখ্যা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। স্ট্যাটাসে ‘আওলাদে আউলিয়া’ বলেও মন্তব্য করেছেন তিনি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে রোববার বিকালে এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।তিনি বলেন, ‘শেখ হাসিনা তার শরীরে আউলিয়া পরিবারের রক্ত বহন করছেন। তিনি আওলাদে আউলিয়া।’হুইপ বলেন, হযরত শব্দের বাংলা অর্থ জনাব বা সম্মানিত। হযরত অর্থ লর্ড বা প্রভু নয়। একজন মুসলমান আরেকজন মুসলমানকে হযরত বলে ইজ্জত দিতেই পারেন। এই প্রথা ইসলামী বিশ্বের সর্বত্র চালু আছে। আমাদের দেশেও।
এমনকি অনেক পিতা মাতা ইসলামের প্রতি সম্মান দিয়ে নিজের সন্তানের নাম হযরত রাখেন। মহান আল্লাহর ৯৯ নামের সঙ্গে মিলিয়ে সন্তানের নাম রাখেন।তাহলে এতো গাত্র দাহ কেন ? কারন আমি বঙ্গবন্ধু কন্যার নামের আগে হযরত ব্যবহার করেছি ?অন্য কোন ব্যক্তির নামের আগে ব্যবহার করলে তারা ক্ষেপতেন না। কিন্তু আওয়ামী লীগ নেত্রীর আগে লাগানো যাবে না। ‘তিনিতো মুসলমানই না।’ অথচ তিনি তার শরীরে আওলিয়া পরিবারের রক্ত বহন করছেন। তিনি আওলাদে আউলিয়া।