
ইরাক ও সিরিয়ায় দায়িত্ব পালন করা ইসলামিক স্টেটের (আইএস) এক শীর্ষস্থানীয় নেতা ইরাকি জাতীয় গোয়েন্দা সংস্থা ও মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর যৌথ অভিযানে নিহত হয়েছেন। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেছেন, আবু খাদিজা নামেও পরিচিত আবদুল্লাহ মক্কি মুসলিহ আল-রিফাই ‘ইরাক ও সারা বিশ্বে অন্যতম সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী’ হিসেবে বিবেচিত ছিলেন। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তাকে আমাদের সাহসী যোদ্ধারা নিরলসভাবে অনুসরণ করে হত্যা করেছে।
এ ছাড়া মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরাকের পশ্চিম আল আনবার প্রদেশে একটি ‘নির্ভুল বিমান হামলা’ পরিচালনা করেছে, যার ফলে বৃহস্পতিবার ‘আইএসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য’ রিফাই নিহত হয়েছেন। তিনি আইএসের সবচেয়ে শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠানের প্রধান ছিলেন এবং তিনি বিশ্বব্যাপী আইএস পরিচালিত অভিযান, রসদ সরবরাহ ও পরিকল্পনার জন্য দায়ী ছিলেন। তিনি আইএসের বৈশ্বিক সংগঠনের জন্য আর্থিক সহায়তার একটি বড় অংশ পরিচালনা করতেন বলে সেন্টকম জানিয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে পোস্ট করে বলেছেন, ‘আরেকজন আইএসআইএস সদস্যর দুর্বিষহ জীবন শেষ হয়েছে, ইরাকি সরকার ও কুর্দিশ আঞ্চলিক সরকারের সমন্বয়ে।