
গাজীপুরের তেলিপাড়া এলাকায় শুক্রবার দুপুরে বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন একটি কারখানার শ্রমিকরা। দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধ থাকার পর ঘটনাস্থলে সেনাবাহিনী এসে শ্রমিকদের ৭ মিনিটের আলটিমেটাম দেয়। সেনাবাহিনীর ঘোষণার পর ২ মিনিটের মধ্যে শ্রমিকরা সড়ক থেকে সরে যান।
হ্যান্ড মাইকে এক সেনা কর্মকর্তা ঘোষণা করেন, ‘আপনাদের দাবিগুলো নিয়ে নেগোসিয়েশন চলছে এবং তা চলবে।
এতে কোনো সমস্যা নেই। যদি ফ্যাক্টরির ভেতরে মালিক ও শ্রমিকের কোনো অমিল থাকে, তবে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে। তবে গতকালই শ্রম মন্ত্রণালয় এবং আইজিপি সংবাদ সম্মেলনে বলেছেন যে, এখন থেকে কোনো রোড ব্লক গ্রাহ্য করা হবে না। রোড ব্লক এবং জনভোগান্তি এক পানিশেবল ক্রাইম।