
গাজীপুরে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে বহিস্কৃত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে যুবদল। সংগঠনের নেতারা জানান- সংগঠনের অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা পেয়েছেন তারা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এই তথ্য জানান।
তিনি বলেন- সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে প্রায় ১৪০জনকে বহিস্কার করেছে যুবদল। এছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ নেই, শৃঙ্খলা রক্ষায় যুবদল কঠোর নীতি গ্রহণ করেছে।
এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, গত শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের শ্রীপুরের এমসি বাজার এলাকায় দেশীয় অস্ত্র হাতে হ্যান্ডমাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেন জাহাঙ্গীর আলম। এমন ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পরপরই কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শুনা যায়, আজকের পর থেকে যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমার নিয়ন্ত্রণে চলবে এমসি বাজার। আপনাদের দয়া করে বলছি, এখন-এই মুহূর্তে আমার লোকজন খাজনা উঠানো শুরু করবে। কেউ বাধা দিবেন না। বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে। অনেক খেসারত দিতে হবে। কে বাজার ইজারা নিলো কিনা সেটা আমার জানার বিষয় না। তাই কেউ বাধা দেবেন না। আমাদের কাজ আমাদের করতে দেন। এখনই আমার লোকজন টাকা উঠানো শুরু করবে। এ সময় তার আশপাশে শতাধিক যুবক লাল কাপড় পরে ছিল। হাতে লম্বা লম্বা রাম দা ও দেশীয় অস্ত্র ছিল।