
জুলাই অভ্যুত্থানের ছয় মাসের মাথাতেই আন্দোলনের কৃতিত্ব হাইজ্যাক করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় ইতিহাস বিকৃতি ঠেকাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত ভাষা আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান : অপ্রতিরোধ্য বাংলাদেশ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, জুলাই অভ্যুত্থানের মতো ভাষা আন্দোলনে যারা অবদান রেখেছে কেউ কেউ তাদের স্বীকৃতি দিতে চায় না। গোলাম আযম ভাষা আন্দোলনের বীরত্বপূর্ণ ভূমিকা রাখলেও তা অস্বীকার করা হয়।
ভারতের অর্থায়নে কিছু মিডিয়া ও কর্পোরেট হাউজে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে জামায়াত নেতা বলেন, দেশ রক্ষায় প্রয়োজনে আবারো রক্তপাতহীন বিপ্লব করতে হবে। প্রধান উপদেষ্টার আশপাশের কেউ কেউ গোষ্ঠীগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।