
বাংলাদেশে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের স্থাপনায় হামলা-ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের ওপর দ্রুত নির্বাচন দেওয়ার জন্য চাপ বাড়তে পারে।
এখন সরকার নির্বাচনকে এক নম্বর অগ্রাধিকার দিয়ে এগোবে, সেটাই চায় দেশটির অন্যতম প্রধান দল বিএনপি। এর মিত্রদলগুলোরও একই অবস্থান বলে মনে হয়েছে।
সংস্কার নাকি নির্বাচন আগে, এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক চলছিল। বিএনপি ও এর মিত্ররা নির্বাচন সম্পর্কিত প্রয়োজনীয় সংস্কার করে রোডম্যাপের দাবি করে আসছিল। এখন এ ব্যাপারে চাপ বাড়াবে তারা। কিছুদিন ধরে জামায়াতে ইসলামীও আগের অবস্থান থেকে সরে এসে ন্যুনতম সংস্কার করে নির্বাচনের কথা বলছে।
তবে ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দেশজুড়ে আওয়ামী লীগ নেতাদের স্থাপনায় হামলা ভাঙচুর চালানো হয়েছে। দুদিন ধরে দেশে একটা ‘অরাজকতা ও নৈরাজ্যকর’ পরিস্থিতি চলেছে। ফলে এখন ভিন্ন এক প্রেক্ষাপট তৈরি হয়েছে।
আজ যখন অন্তর্বর্তী সরকারের ছয় মাস পুরো হচ্ছে, তখন ভিন্ন এক পরিস্থিতি অন্তর্বর্তী সরকারকে প্রশ্নের মুখে ফেলেছে।