
নিজেকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর সরকারের কাছে দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এই দাবি জানান তিনি।
জামায়াত আমিরের দাবি, পরিবর্তিত বাংলাদেশে এখনও জুলুমের বোঝা ঘাড় থেকে নামেনি। দলের মোট ১১ জন নেতাকর্মীকে জুলুম নির্যাতন করা হয়েছে। তাদের মধ্যে মাত্র একজন বেঁচে আছেন। তিনি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সরকারকে যথেষ্ট সময় দেয়া হয়েছিল। এক এক করে সবাই কারাগার থেকে বের হয়ে এসেছে। আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার হয়ে এখনও কারাগারে রয়েছেন তিনি।
জামায়াতের আমির বলেন, দলের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমি একটি ঘোষণা দিয়েছি। এটিএম আজহারকে ভেতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। উনার মুক্তির সাথে দেশ পুরোপুরি মুক্তি পাবে না। একজন মজলুম মুক্তি পাবে।
দেশকে মুক্ত করতে হলে এই দেশের যুবসমাজকে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলো যা করতে পারেনি তা যুবসমাজ করে দেখিয়েছে। এ সময় দেশকে ফ্যাসিবাদ মুক্ত করায় যুবসমাজকে অভিনন্দন জানান তিনি।
জেলার নায়েবে আমির কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারি সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ, জেলা আমির অধ্যক্ষ মুহা. আব্দুর রব হাশেমী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজহারুল ইসলাম প্রমুখ।