
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ২৮ ফেব্রুয়ারি ঘোষণা হতে যাওয়া শিক্ষার্থীদের নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি তার পদত্যাগপত্র সাক্ষর করেন এবং তা জমা দেন।
এ খবর জানাজানির পর থেকেই অনেকের আগ্রহ, কী ঘটেছিল পদত্যাগের মুহূর্তে। অনেকে ফেসবুকেও খোঁজাখুজি করছেন, সে সময়ের কোনো স্থিরচিত্র বা ভিডিও পাওয়া যায় কিনা।
পরে অবশ্য প্রধান উপদেষ্টার অ্যাসিসটেন্ট প্রেস সেক্রেটারি নাঈম আলী তার ফেসবুকে সে সময়ের কিছু ছবি আপলোড করেছেন। যেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে, নাহিদ ইসলাম তার পদত্যাগপত্রে সাক্ষর করছেন। এছাড়া আরও দুটি ছবি তিনি ফেসবুকে দিয়েছেন।