
পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ড নিয়ে জাতিকে অনেক দিন বিভ্রান্তিতে রাখা হয়েছে। এই নির্মমতার সুবিচার নিশ্চিতে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দায়বদ্ধ এমনটি বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় শহীদ সেনা দিবসের বাণীতে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।
বাণীতে ড. মুহাম্মদ ইউনূস বলেন, সুবিচার নিশ্চিতের লক্ষ্যেই কাজ করছে সরকার। সমব্যাথী হয়ে দেশ ও জনগণ শহীদ পরিবার এবং নিপীড়িতদের পাশে দাঁড়াবে- এ আশাবাদ প্রকাশ করেন তিনি।
তিনি গভীর বেদনার সঙ্গে স্মরণ করেন জাতির সূর্য সন্তান, শহীদ সেনা কর্মকর্তাদের। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রধান উপদেষ্টা বলেন, এখন থেকে দিনটি চেতনা ও অনুভূতির একটি নিয়ামক হবে। মনে করিয়ে দেবে দেশের জন্য যুদ্ধ করার ব্রত নিয়ে পথচলা একদল সাহসী মানুষের অনাকাঙ্ক্ষিত নির্মম মৃত্যুর কথা।