
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা বাজার সংলগ্ন হযরত মো. শাহ নেওয়াজ ফকির শাহনূরী লেংটা বাবার মাজারে ওরশ উপলক্ষে তৈরি ফটক গুঁড়িয়ে দিয়েছেন এলাকার লোকজন। কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, আজ মঙ্গলবার (৫ মার্চ) থেকে বৃহস্পতিবার (৭ মার্চ) পর্যন্ত উপজেলার মাসকা ইউনিয়নে মাসকা বাজার সংলগ্ন এলাকায় তিন দিনব্যাপী লেংটা বাবার দরবারে ওরশের আয়োজন করা হয়। এতে প্রাথমিকভাবে বাধা প্রদান করেন এলাকার কয়েক জন ইসলাম প্রিয় তৌহিদী জনতা।
তারা মাজার কর্তৃপক্ষকে ওরশ আয়োজন না করার বিষয় বুঝিয়ে বলার পর কর্তৃপক্ষ তা বন্ধের কথা দেন। কিন্তু আবারও ওরশের প্রস্তুতি গ্রহণ করে মাজার কর্তৃপক্ষ। পরে মাসকা এলাকাবাসী মঙ্গলবার (৩ মার্চ) রাতে এশার নামাজের পর ওরশের ফটক গুঁড়িয়ে দেন।