
মুখে বন্ধুত্বের বার্তা দিলেও কাজে আসেনি নরেন্দ্র মোদির আগ বাড়িয়ে যুক্তরাষ্ট্র সফর। ভারতের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যা দেশটির জ্বালানি খাতকে বড় ধরনের চাপে ফেলবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে লেনদেনের কারণে ভারতের চারটি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ট্রাম্প প্রশাসন বরাবরই ভারতের নীতির কঠোর সমালোচক ছিল। বিশেষ করে, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। ভারতের ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা আসার পর দেশজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। মোদির পররাষ্ট্রনীতিকে ব্যর্থ বলে অভিহিত করছেন বিরোধীরা।