
অস্ত্র ও গুলি হাতে চট্টগ্রামের এক আওয়ামী লীগ কর্মীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ করার ঘটনায় দায়েরকৃত একটি মামলার আসামি তিনি।
ভিডিও ভাইরালের পর মো. শিবলু (২৮) নামের ওই আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
জানা যায়, শুক্রবার সকাল থেকে শিবলুর ২২ সেকেন্ডের একটি ভিডিও বিভিন্ন ফেইসবুক আইডি এবং গ্রুপে শেয়ার হতে থাকে।
ভিডিওতে থাকা শিবলু আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকার নাসির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শিবলু নিজে এক হাতে মোবাইলে ভিডিও করেছেন এবং অপর হাতে কিছু গুলি, অস্ত্র নিয়ে ভিন্ন ভিন্ন স্টাইলে ভিডিও ধারণ করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ষোলশহর ২ নম্বর গেট এলাকায় ছাত্র-জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ও অস্ত্র নিয়ে হামলা হয়। এতে অনেক নিরীহ মানুষ ও শিক্ষার্থী আহত হন।