
রাজনীতিতে যুক্ত হওয়ার পর কিছু মানুষ ডা. তাসনিম জারাকে ‘গে অ্যাক্টিভিস্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। যা পুরোটাই বানানো গল্প বলে দাবি করেছেন ডা. তাসনিম জারা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করেন তিনি।
ডা. তাসনিম জারা নতুন ঘোষিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব।
নতুন রাজনৈতিক দলে পদ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষ তার পেশাগত বিষয় নিয়ে সমালোচনা শুরু করেছেন। বিভিন্ন মিথ্যা অভিযোগ করা হচ্ছে ডা. তাসনিম জারার বিরুদ্ধে।
আজকের ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা বলেন, ‘রাজনীতিতে আসার পর আমাকে গে অ্যাক্টিভিস্ট হিসেবে তুলে ধরার চেষ্টা করছে কিছু মানুষ। তাদের দাবি হচ্ছে, আমি ব্র্যাকের সঙ্গে এই কাজ করি।