
স্টাফ করেসপন্ডেন্ট, নেত্রকোণা:
নেত্রকোণার পূর্বধলায় চাঁদাবাজির মামলায় ফজল হক (৪০) নামের এক কৃষকদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে তাকে পূর্বধলা থানা পুলিশ আদালতে সোপর্দ করে।
গ্রেফতার হওয়া ফজল হক উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের পাটলী গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি ৫ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক এবং ধলামূলগাঁও ইউনিয়ন কৃষকদলের সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন ধলামূলগাঁও ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পাটলী গ্রামের তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি ফজল হকের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে মামলা করেন। গত ১৯ ফেব্রুয়ারি ওই ব্যক্তি নেত্রকোনা আদালতে মামলাটি দায়ের করা হয়। পরে আদালতের নির্দেশে পূর্বধলা থানায় মামলা রুজু করা হয়। ওই মামলায় ফজল হককে ডিবি পুলিশ গ্রেফতার করে।
ধলামূলগাঁও ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ও পাটলী গ্রামের বাসিন্দা রতন মিয়া বলেন, গ্রেফতার হওয়া ফজল হক ও মামলার বাদী একই বাড়িতে বসবাস করেন। তারা সম্পর্কে চাচাতো ভাই। দীর্ঘদিন যাবত তাদের মধ্যে জমিজমা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে কৃষকদল নেতা ফজল হককে মামলায় ফাঁসানো হয়েছে।
নেত্রকোণা ডিবি (পশ্চিম) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামি ফজলকে গ্রেফতার করে পূর্বধলা থানায় প্রেরণ করে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, গ্রেফতার হওয়া ফজলকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।