
বরিশাল ব্যুরো:
বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্থানীয় যুবদলের এক নেতা নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ২ জন।
রোববার (২ মার্চ) রাতে নগরীর কাউনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুরুজ গাজী ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার, চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয় নিয়ে যুবদলের নেতা সুরুজ গাজীর সাথে দ্বন্দ্ব চলছিল একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন মিয়ার। এর জের ধরে রোববার রাত সাড়ে ৮টার দিকে সুরুজ ও তার লোকজনের ওপর হামলা চালায় শাহিন ও তার অনুসারীরা। কুপিয়ে আহত করে সুরুজ, নয়ন ও জাহিদ নামের ৩ জনকে। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুরুজের। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।