
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার একটি ভিডিও প্রচার করা হয়েছে। যেখানে সাবেক এই প্রধানমন্ত্রীকে বহুল আলোচিত বন্দিশালা ‘আয়নাঘর’ নিয়ে নানা কথা বলতে শোনা যায়। ফেসবুকে ইতোমধ্যে ভাইরাল হওয়া ভিডিওটি প্রায় ৫০ লাখের বেশিবার দেখা হয়েছে। সেই সঙ্গে প্রায় ৩৬ হাজার অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে নানা প্রতিক্রিয়া জানানো হয়েছে।