
কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন ব্যতীত ধর্ষণ বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দালন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
আজ সোমবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে ইসলামী ছাত্র আন্দোলন চরমোনাই কওমিয়া শাখার আয়োজনে চরমোনাই মাদরাসা ক্যাম্পাসে দেশব্যাপী সব ধর্ষকের বিচার ও সর্বোচ্চে শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এ মন্তব্য করেন।
শায়খে চরমোনাই বলেন, ‘বাংলাদেশ থেকে চিরতরে ধর্ষণ বন্ধ করতে হলে ইসলামী হুকুমত কায়েম করতে হবে এবং কোরআন-সুন্নাহর আইন বাস্তবায়ন করতে হবে। কোরআন-সুন্নাহর আইন বাস্তবায়ন ব্যতীত ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়।