
জামালপুরে আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় দুই পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) দুপুরে জেলা আদালত চত্বরে আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, সম্প্রতি ইসলামপুর ও দেওয়ানগঞ্জে দুটি ধর্ষণের বিচারের দাবিতে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন করে ছাত্র-জনতা। মানববন্ধন শেষে ওই ধর্ষণ মামলা দুটির আসামি পক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলতে যায় তারা।