
ঢাকার অদূরে সাভারে বিভিন্ন স্থানে মানসিক রোগী সেজে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করার অভিযোগে খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে খালিদ মাহমুদ হৃদয় খান পাগলের বেশ ধারণ করে ভিডিও তৈরি করেন। পথেঘাটে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার জন্য তাদের প্রতি অশালীন মন্তব্য করেন।