
ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশ্বাস পাওয়ার পরও অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপ অব্যাহত রাখতে বাংলাদেশব্যাপী সমাবেশের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি। তবে ভিন্ন অবস্থানে জামায়াতে ইসলামী। তারা স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের জন্য সরকারের ওপর চাপ তৈরি করতে চায় না।
তবে সারাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের স্থাপনায় দুদিন ধরে ভাঙচুরের ভিন্ন এক প্রেক্ষাপটে গত সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। সেই বৈঠকে প্রধান উপদেষ্টার কাছ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস পাওয়ার কথা জানান তারা।
এতদিন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনের সময় নিয়ে নানা রকম বক্তব্য দেওয়া হচ্ছিল। এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলা হলো। চাপের কারণেই কি সরকারকে আশ্বাস দিতে হলো, এ নিয়ে আলোচনা রয়েছে রাজনৈতিক অঙ্গনে।
সরকারের আশ্বাসের পরও বিএনপি মাঠের কর্মসূচি নিয়ে নির্বাচনের চাপ অব্যাহত রাখতে চাইছে। তাহলে তারা সরকারের আশ্বাসে কতটা ভরসা বা আস্থা রাখতে পারছে, এমন প্রশ্নেও আলোচনা রয়েছে রাজনীতিতে।
যদিও বিএনপি নেতারা বলছেন, তারা বিশ্বাস রাখতে চান।
রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে পরিস্থিতিটাকে ব্যাখ্যা করছেন ভিন্নভাবে। বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেন, যদি নির্বাচন সম্পর্কিত ন্যূনতম সংস্কার করা হয়, এরপরও ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা বেশ কঠিন হবে।