
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাত্র ৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিস্টরা যায়নি, ১৬ বছর আন্দোলন করতে হয়েছে। জুলাই আন্দোলনে দুই হাজার শহীদের মধ্যে ৮০০ ছাত্রদলের উল্লেখ করে তিনি বলেন- গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা ছিলো না একথা যারা বলে, এই তথ্য নেওয়া দরকার তাদের।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ফার্মগেট কৃষিবিদি ইনস্টিটিউটে ঢাকা মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ কর্মসুচীর উদ্বোধনকালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
ফ্যাসিস্টরা ক্ষমা চাইলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে স্থানীয় সরকার উপদেষ্টার এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন ,তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চায়। এটা হলে জনগণ তা মানবে না। সরকারে থেকে দল গোছাতে নানা কৌশল নেয়া হচ্ছে। তা মেনে নেওয়া হবে না।
অনুষ্ঠানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, কুয়েটে বৈষম্য বিরোধী নামধারি গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা ছাত্রদলের উপর হামলা চালিয়েছে। বিভিন্ন ক্যাম্পাসে গুপ্ত সংগঠনের নেতারা প্রভাব বিস্তার করেছে বলেও অভিযোগ করেন তিনি।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, কেউ নতুন দল করলে স্বাগত জানাবে বিএনপি। তবে সরকারে বসে দল করলে মেনে নেওয়া হবে না। প্রধান উপদেষ্টাকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।