
উত্তরার সেক্টর-৬ এ হামলার মুখে সঙ্গে থাকা নারীর পেছনে লুকিয়ে পড়া এই লোক প্রকৃতপক্ষে তার স্বামী নন। অর্থাৎ, ভাইরাল হওয়া ভিডিওটির এই দুজনকে এতোদিন স্বামী-স্ত্রী হিসেবে পরিচিত করা হলেও প্রকৃতপক্ষে তার তা নন।
গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন শম্পা নামের এক নারী। যিনি নিজেকে দাবি করছেন ভাইরাল হওয়া সেই ব্যক্তির প্রকৃত স্ত্রী হিসেবে। আর এরপরই রাজধানী ঢাকার উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় জন্ম নিয়েছে নতুন গল্পের।
ঘটনার শিকার মেহেবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তিকে স্বামী-স্ত্রী হিসেবে পরিচিত করা হলেও, তাদের বৈধ সম্পর্ক নেই বলে দাবি করেছেন সেই নারী, যিনি নিজেকে মেহেবুল হাসানের প্রকৃত স্ত্রী বলে দাবি করেছেন।
শম্পা জানান, স্বামী বাইরে থাকলে তার সঙ্গে যোগাযোগ করেন না। সোশ্যাল মিডিয়াতে ঘটনা দেখে তিনি হামালার বিষয়টি জানতে পারেন।
শম্পা গণমাধ্যমকে আরও জানান, নাসরিন আক্তার ইপ্তির সঙ্গে তার স্বামী-স্ত্রীর কোনো সম্পর্ক নেই। এটি কেবলই জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা। পরবর্তীতে সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনেই শম্পাকে ফোন কলের মাধ্যমে হুমকি দেন তার স্বামী মেহেবুল হাসান, এ দৃশ্যটিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
গত, সোমবার রাত সাড়ে নয়টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে ‘বেপরোয়া’ গতিতেচালিয়ে যাওয়া একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। সেখানে আরেকটি মোটরসাইকেলে থাকা মেহেবুল ও নাসরিন এর প্রতিবাদ জানান। এরপর রিকশায় ধাক্কা দেওয়া বাইকের আরোহীরা ওই দম্পতিকে হুমকি দেয় ও এক পর্যায়ে কিল-ঘুসি মারতে শুরু করে। আর এই হামলার ঘটনায় দেশজুড়ে তৈরি হয় আলোড়ন।