
ঈদ ঘিরে নগরবাসীর জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। মঙ্গলবার (৪ মার্চ) রাতে রাজধানীর বেশ কয়েকটি শপিংমল পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রেজাউল করিম মল্লিক বলেন, ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর সব শপিং মলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। মলগুলোর নিরাপত্তায় ব্যবসায়ীরা সন্তুষ্ট। নিরাপত্তায় পুলিশের পেট্রোল টিম, টহল টিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট মাঠে কাজ করছে। এ সময় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের জানমালের রক্ষায় করণীয় সবকিছু করা হবে। খারাপ প্রকৃতির কোনো মানুষকেই ছাড় দেয়া হবে না। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।