
সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকার কারণেই সকল সংগ্রামে বিজয় এসেছে। কিন্তু বর্তমানে অহেতুক দ্বন্দ্ব ঐক্যকে বিনষ্ট করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় কূটনৈতিক ও রাজনীতিবিদদের সম্মানে রাজধানীর একটি হোটেলে দলটির ইফতার মাহফিলের আয়োজনে এ কথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, দেশের কঠিন সময়ে জাতীয় ঐক্য বড় শক্তি। কিন্তু বর্তমানে বিভাজন সমাজকে ক্ষত-বিক্ষত করছে। ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কার্যকলাপও চোখে পড়ছে। এ সময় ঐক্যের পথকে নতুন করে আবিষ্কার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
জাতি হিসেবে কারও সাথে বিদ্বেষ নয়, সকলের সাথে বন্ধুত্ব এমন পররাষ্ট্রনীতি অনুসরণ করার ওপরও গুরুত্বারোপ করেন জি এম কাদের।