
রাজধানীরে পৃথক কয়েকটি স্থানে চুরি ও ছিনতাইয়ে যুক্ত সন্দেহে ৮ জনকে গণপিটুনি দিয়েছে জনতা। রবিবার (৯মার্চ) সকাল থেকে দুপুরের মধ্যে এসব ঘটনা ঘটে।
পরে গণপিটুনির শিকার ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
যাত্রাবাড়ীতে ৪ জন : যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফারজানা আক্তার জানিয়েছেন, যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকায় দুপুর ১২টার দিকে ছিনতাইকারী সন্দেহে তিন ভাইসহ ৪ জনকে গণপিটুনি দেয় স্থানীয়রা।